নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

১১ ডিসেম্বর ২০২৫

সিদ্ধিরগঞ্জে সমিতির অফিসে চুরি  

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:০৬, ১০ ডিসেম্বর ২০২৫

সিদ্ধিরগঞ্জে সমিতির অফিসে চুরি  

সিদ্ধিরগঞ্জের মিতালী মার্কেটে ব্রাইট ফিউচার ব্যবসায়ী সমবায় সমিতির অফিসে দুর্র্ধষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সমিতির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শরিফ উল্লাহ সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। 

অভিযোগে উল্লেখ করা হয়, মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল ১১টার মধ্যবর্তী কোনো এক সময়ে ব্রাইট ফিউচার ব্যবসায়ী সমবায় সমিতির অফিসে সংঘটিত হয়েছে চুরির ঘটনা। সমিতির ড্রয়ার থেকে ১ লাখ ৫০ হাজার ৫৬০ টাকা নগদ অর্থসহ অফিসের বিভিন্ন মালামাল চুরি হয়েছে।

অন্যদিকে এ ঘটনায় জড়িতদের দ্রু গ্রেফতার ও বিচারের দাবি জানিয়ে সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম সাজুর নেতৃত্বে সমিতি অফিসের সামনে সংবাদ সম্মেলন করেছেন সমিতির সদস্যরা। 

সংবাদ সম্মেলনে আব্দুর রহিম সাজু দ্রুত চোর সনাক্ত করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান। ভবিষ্যতে এমন অনাকাক্ষিত ঘটনা রোধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।