
সিদ্ধিরগঞ্জে ৭০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ মাদক শীর্ষ কারবারি মো. আক্তার হোসেন ওরফে কানা আক্তার (৪৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে কদমতলী এলাকার এমডব্লিউ কলেজের সামনে থেকে তাকে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আক্তার হোসেন ওরফে কানা আক্তার একই এলাকার খানকা মসজিদ সংলগ্ন মৃত বাদশা মিয়া ও কহিনুর বেগমের ছেলে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়াশিম আকরাম জানান, গ্রেপ্তারকৃত আক্তার ওই এলাকার শীর্ষ মাদক কারবারী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এলাকার মানুষ তার প্রতি ক্ষুব্ধ এবং অতিষ্ঠ হয়ে পড়েছে।
তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার তাকে আদালতে প্রেরণ করা হয়।