সিদ্ধিরগঞ্জে সিআইখোলা কাঠের পুল এলাকা থেকে টাটা কোম্পানির একটি পিকআপ (এইস-২ মডেল) চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় গাড়ির মালিক সহিদুল ইসলাম (৫৮) শুক্রবার (২২আগস্ট) সন্ধায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে সহিদুল ইসলাম তার মুদি দোকান বন্ধ করে নীল রঙের পিকআপ ভ্যানটি (রেজি: ঢাকা মেট্রো-ন-১৬-৯৫১১) দোকানের সামনের পাকা রাস্তার পাশে পার্কিং করে বাড়িতে যান। যাওয়ার আগে তিনি নাইটগার্ডের কাছে গাড়িটি দেখভালের দায়িত্ব দিয়ে যান।
পরদিন সকালে দোকানে এসে সহিদুল দেখন গাড়িটি নির্দিষ্ট স্থানে নেই। জিজ্ঞাসাবাদে নাইটগার্ড জানান, ভোর সাড়ে ৫টা পর্যন্ত গাড়িটি তিনি ঠিকঠাক অবস্থায় দেখেছেন। এরপর থেকে গাড়ির আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
পরে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও গাড়ি না পেয়ে সহিদুল সন্ধায় থানায় অভিযোগ করেন। এ সময় বিকাল ৪টার দিকে সহিদুলের মোবাইলে অজ্ঞাত এক ব্যক্তি কল করে জানায়, তাদের দখলে গাড়িটি রয়েছে এবং গাড়ি ফেরত পেতে হলে ৪০ হাজার টাকা দিতে হবে।
প্রথমে সহিদুল রাজি না হলে তাকে হুমকি দেওয়া হয়। একপর্যায়ে তিনি নগদ অ্যাকাউন্টের মাধ্যমে ৩ হাজার ৫০০ টাকা প্রদান করেন এবং বাকিটা পরে দেবেন বলে জানান।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন বলেন, গাড়ি চুরির অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে গাড়িটি উদ্ধার করা সম্ভব হবে।


































