
রূপগঞ্জের তারাবো বিশ্বরোড এলাকার পুকুর থেকে সালমান (১৬) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর লাশ ও গোলাকান্দাইল পূর্বপাড়া কাঠপট্টি এলাকার পুকুর থেকে আলমগীর হোসেন (৪০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ আগষ্ট) সকালে পৃথকস্থনে থেকে লাশ ২টি উদ্ধার করে পুলিশ।
নিহত সালমান উপজেলার বরাব পূর্বপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে, নিহত আলমগীর হাটাবো আতলাশপুর এলাকার সাইফুল ইসলামের ছেলে এবং বর্তমানে গোলাকান্দাইল পূর্বপাড়া কাঠপট্টি এলাকায় বসবাস করতেন।
নিহত সালমানের বাবা আনোয়ার হোসেন জানান, সালমান স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করত, গতকাল শুক্রবার গোসল করবে বলে বাড়ি থেকে বের হয়, পরবর্তীতে সে বাড়িতে না ফিরলে আমরা সব জায়গায় তাকে খোঁজাখুজি করি কিন্তু তার কোন সন্ধান পাইনি।
শনিবার সকালে জানতে পারি তারাব বিশ্বরোড এলাকায় একটা ছেলের লাশ পাওয়া গেছে। খবর পেয়ে এসে দেখি এটা আমার সন্তান সালমানের লাশ।
নিখোঁজের বিষয়ে থানায় কোন সাধারন ডাইরী করা হয়েছিলো কিনা জানতে চাইলে, আনোয়ার হোসেন বলেন আমরা এই বিষয়ে থানায় কোন অভিযোগ বা জিডি করিনি।
এদিকে গোলাকান্দাইল ইউনিয়নের পূর্বপাড়া কাঠপট্টি এলাকায় পুকুরে একটি লাশ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে ভুলতা পুলিশ ফাড়িঁর সদস্যরা এসে নিহত আলমগীরের লাশ উদ্ধার করে।
খবর পেয়ে নিহতের আত্মীয় স্বজনরা এসে তার লাশ শনাক্ত করে জানান, পুকুরে মাছ ধরতে নেমে গতরাত্রে নিখোঁজ হয় আলমগীর। আজকে সকালে পুকুর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ ।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তারাবো বিশ্বরোড এলাকা থেকে সালমান নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর লাশ ও গোলাকান্দাইল পূর্বপাড়া কাঠপট্টি এলাকার পুকুর থেকে আলমগীর হোসেন নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
লাশ ২টির মৃত্যুর সঠিক কারন নির্ণয় করতে ময়নাতদন্তের জন্য লাশ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।