
সোনারগাঁয়ে কাঁচপুরে হাইওয়ে সড়কের পাশে পরিচালিত উচ্ছেদ অভিযানের অল্প কিছুদিনের মধ্যেই আবারো ফুটপাত দখল হয়ে গেছে। অসংখ্য হকার ও অবৈধ দোকানপাট বসায় তৈরি হচ্ছে যানজট, ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল।
স্থানীয়দের অভিযোগ, কাঁচপুর ইউনিয়নের প্রধান চলাচলের রাস্তা হিসেবে পরিচিত বাস ইস্টার্ন এলাকায় প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন।
উচ্ছেদের পরও হকার, অবৈধ দোকান ও রাজনৈতিক দলের কার্যালয় গড়ে ওঠায় জনজীবনে ভোগান্তি বাড়ছে। এতে মানুষের হাঁটাচলা যেমন কষ্টকর হয়ে উঠছে, তেমনি সড়কে যানজটও প্রকট আকার ধারণ করছে।
এলাকাবাসীর দাবি, মহাসড়কের রাস্তায় যাতে ডাম্পিংয়ের নষ্ট গাড়ি না রাখা হয় এবং ফুটপাতে অবৈধ দোকান না বসে, সে ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তাদের মতে, টেকসই সমাধানের জন্য শুধু উচ্ছেদ নয়, নিয়মিত নজরদারি ও জনসচেতনতা বাড়ানো জরুরি।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের জিলানী জানান, আমরা যখন সড়কে উপস্থিত থাকি তখন দোকানপাট সরিয়ে ফেলা হয়। কিন্তু আমরা সরে আসলেই আবার ফুটপাতে দোকান বসানো শুরু হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। তার নির্দেশ মোতাবেক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।