নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৩ সেপ্টেম্বর ২০২৫

সরকারি প্রাইমারী স্কুলে গানের শিক্ষক নিয়োগ বাতিল ও ধর্ম শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৫১, ১৩ সেপ্টেম্বর ২০২৫

সরকারি প্রাইমারী স্কুলে গানের শিক্ষক নিয়োগ বাতিল ও ধর্ম শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন

সরকারি প্রাইমারী স্কুল থেকে গানের শিক্ষক নিয়োগ বাতিল এবং ধর্ম শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‎‎শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাব চত্বরে ‎জাতীয় শিক্ষক ফোরাম নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‎‎মহানগরের সভাপতি গাজী আলতাফ হোসেন এর সভাপতিত্বে এবং সেক্রেটারি মুহাম্মদ আমির হোসাইন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষক ফোরাম নারায়ণগঞ্জ মহানগরের এর প্রধান উপদেষ্টা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বক্তব্য রাখেন নগরের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মাহফুজুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ বেলাল হোসাইন মাহতাব, বন্দর থানার সেক্রেটারি মুহাম্মদ আবু জাফর স্যারসহ প্রমুখ নেতৃবৃন্দ। 

‎‎মানববন্ধনে গানের শিক্ষক নিয়োগ বাতিল এবং ধর্ম শিক্ষক নিয়োগের দাবিতে জাতীয় শিক্ষক ফোরাম এর কেন্দ্রীয় যেকোনো কর্মসূচি নারায়ণগঞ্জে বাস্তবায়নের জন্য প্রস্তুতি নিতে সকলের প্রতি আহবান জানানো হয়।