
অযথা রাস্তায় ঘুরাফেরা অপরাধে ৪ যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো বন্দর থানার নবীগঞ্জ এলাকার ফিরোজ আহাম্মেদের ছেলে তানভীর (৩২) ও একই এলাকার গিয়াস উদ্দিন মিয়ার ছেলে হাবিবুর রহমান (২২) একই এলাকার তাজুল ইসলামের ছেলে তুষার (৩৮) ও রমজান মিয়া ছেলে পিয়াল (৩০)।
আটকৃত ৪ জনের মধ্যে তানভির ও হাবিবুরকে ৫৪ ধারায় ও অপর আটককৃত তুষার ও পিয়ালকে পুলিশ আইনের ৩৪ ধারায় শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে এদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে বন্দর থানার নবীগঞ্জ এলাকায় পৃথক অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়।