
নারায়ণগঞ্জের চাষাড়া পর্যন্ত মেট্রো রেল সংযোগ, চেম্বার রোড থেকে অবৈধ বাস স্ট্যান্ড উচ্ছেদ ও নারায়ণগঞ্জের যানজট নিরসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল দশটায় দুই নাম্বার রেলগেটস্থ সৈয়দ আলী চেম্বারের সম্মুখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ নাগরিক কমিটি আয়োজিত উক্ত মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সংস্কৃতি, রাজনৈতিক ও নাগরিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি অ্যাড এবি সিদ্দিক এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিপিবি সভাপতি শিবনাথ চক্রবর্তী, বাসদের সম্পাদক আবু নাঈম খান বিপ্লব, ন্যাপ সম্পাদক এড আওলাদ হোসেন, আমরা নারায়ণগঞ্জ বাসি র সভাপতি হাজী নুরুদ্দিন, খেলাঘর সভাপতি জহিরুল ইসলাম জহির, মহিলা পরিষদ নেত্রী শাহানারা বেগম, সুজন সভাপতি ধীমান সাহা জুয়েল, নারী নেত্রী পপি রানী সরকার, সমনার উপদেষ্টা দুলাল সাহা, নাগরিক কমিটির অর্থ সম্পাদক হাফিজুল হক, অন্যতম সদস্য মুজিবুর রহমান আকন্দ।
মানববন্ধনে বক্তাগণ দীর্ঘদিন যাবত নারায়ণগঞ্জের দুর্বিষহ যানজটের কোন প্রতিকার হচ্ছে না বলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেন।
এছাড়াও নারায়ণগঞ্জ সবসময়ই বৈষম্যের শিকার। মানববন্ধনের দাবি করা হয় যে মেট্রোরেল চাষাড়া পর্যন্ত আওতাভুক্ত করা হয়। স্থানীয় এলাকাবাসী চেম্বার রোড থেকে অবৈধ বাস স্ট্যান্ড উচ্ছেদের দাবি জানান।