নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

২৭ অক্টোবর ২০২৫

ফতুল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:৩৫, ২৩ সেপ্টেম্বর ২০২৫

ফতুল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত

ফতুল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২৩ সেপ্টেম্বর) দুপুরে ফতুল্লা থানা গেইট সংলন শাহ্ ফতুল্লা কনভেনশন সেন্টারে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। 

ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এস,কে শাহিনের সঞ্চালনায় ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, আবুল হোসেন পায়েল,মীর মকবুল হোসেন বাবলু।

এছাড়া অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের  আহবায়ক কমিটিট সদস্য(১ নং) হানিফ মোল্লা,হারনুর রশীদ,আব্বাস উদ্দিন চুন্নু,হজরত আলী,সেলিম, নাঈম, রাসেল,আরিফ প্রধান, শামীম,জাহাঙ্গীর  প্রমুখ।

এসময় উপস্থিত  বক্তারা বলেন,বর্তমান কিছু দল ইসলাম ধর্মকে পুঁজি করে রাজনীতি করছে এবং তারা জান্নাতের টিকিট বিক্রি করছে। তারা ভণ্ড এবং এই ভণ্ডামি বাংলার সাধারণ মানুষ মেনে নেবে না।

বক্তারা আরো বলেন,সকল নেতা-কর্মী নিজেদের মধ্যে সকল ভেদাভেদ ভুলে দলকে শক্তিশালী করতে হবে এবং বাংলাদেশের প্রতীক (ধানের শীষ) এর পক্ষে ভোট চাইতে হবে।

এছাড়া সাধারণ মানুষের মধ্যে সম্প্রদায় ভিত্তিক সহমর্মিতা বৃদ্ধি করতে হিন্দু সম্প্রদায়ের বড় উৎসব শারদীয় দুর্গা পুজায় সহযোগিতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।একই সাথে এবং নতুন নেতৃত্বদানকারীদের  সাংগঠনিকভাবে শক্তিশালী করার আহ্বান জানান।

তারা আরো বলেন, আগামীর নেতৃত্বে  যাতে কোন মাদক ব্যবসায়ী,অপরাধীদের স্থান  স্বেচ্ছাসেবক কমিটিতে স্থান না পায়। অতিতের যে কোন সময়ের চাইতে বর্তমানে স্বেচ্ছাসেবক দল অনেক বেশী শক্তিশালী।