নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৪ অক্টোবর ২০২৫

 সোনারগাঁয়ে শ্রমিক বিক্ষোভ, বেতন বৃদ্ধি ও নির্বাহী পরিচালকের অপসারণ দাবি

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:৪৩, ২৩ সেপ্টেম্বর ২০২৫

 সোনারগাঁয়ে শ্রমিক বিক্ষোভ, বেতন বৃদ্ধি ও নির্বাহী পরিচালকের অপসারণ দাবি

সোনারগাঁয়ে বেতন বৃদ্ধি ও নির্বাহী পরিচালক আবিদুর রহমানের অপসারণের দাবিতে বিক্ষোভ করেছেন মদিনা মেরিটাইম গ্রুপের শ্রমিকরা।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মেঘনা শিল্পাঞ্চল এলাকায় কোম্পানির কার্যালয়ের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৯০০ শ্রমিক অংশ নেন। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলেও প্রতিষ্ঠানটির শ্রমিকরা কর্মবিরতি পালন করেন।

শ্রমিকদের অভিযোগ, সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী বেতন-ভাতা ও সুবিধা না দিয়ে কোম্পানি কর্তৃপক্ষ নানা হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করছে।

মদিনা মেরিটাইমের প্রথম শ্রেণির ইনল্যান্ড সিনিয়র জাহাজ মাস্টার পারভেজ আনোয়ার বলেন, “২০২২ সাল থেকে আমাদের আন্দোলন চলছে।

সরকারি নিয়মে প্রাপ্য বেতন-ভাতা না দেওয়ার পাশাপাশি নির্বাহী পরিচালক আবিদুর রহমান সন্ত্রাসী বাহিনী দিয়ে হত্যার হুমকি দিচ্ছেন। আমরা ন্যায্য অধিকার চাই এবং তার অপসারণ দাবি করছি।”

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের নারায়ণগঞ্জ আঞ্চলিক শাখার সহসভাপতি অহিদুজ্জামান নবাব বলেন, “শ্রমিকদের প্রাপ্য না দিয়ে ছাঁটাই ও সার্টিফিকেট বাতিলসহ নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। দাবি না মানা হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।"

অভিযোগের বিষয়ে নির্বাহী পরিচালক আবিদুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন কেটে দেন।

তবে মদিনা মেরিটাইমের স্পেশাল অডিটর মাসুম সৈকত বলেন, “শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবি যৌক্তিক। আমি তাদের সঙ্গে একমত। তবে আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা।”

বিক্ষোভে আরও উপস্থিত ছিলেন ইনল্যান্ড মাস্টার মোহাম্মদ রিয়াদ, কামাল উদ্দিন, কামরুল ইসলাম, সুজন, আক্তার হোসেনসহ প্রায় ৯০০ শ্রমিক।