নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

০৮ ডিসেম্বর ২০২৫

পরিবেশ দূষণের দায়ে হাশেম ফুডসকে ২ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:৫৭, ৭ ডিসেম্বর ২০২৫

পরিবেশ দূষণের দায়ে হাশেম ফুডসকে ২ লাখ টাকা জরিমানা

পরিবেশ দূষণের দায়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুডস লিমিটেডকে দুই লাখ টাকা জরিমানা আরোপ করেছে পরিবেশ অধিদপ্তর. নারায়ণগঞ্জ। 

রবিবার (৭ ডিসেম্বর) নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মারজানুর রহমান এর নেতৃত্বে রূপগঞ্জ থানা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে গঠিত একটি টীম পরিবেশ দূষণ বন্ধে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক জনাব মো: হুজ্জাতুল ইসলাম প্রসিউকিশন প্রদান করেন।  

পরিবেশ অধিদপ্তর. নারায়ণগঞ্জ এর উপপরিচালক এ, এইচ, এম রাসেদ জানান, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ এর ৭(৩), ধারা লংঘন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) মোতাবেক হাশেম ফুডস লিমিটেড নামক পরিবেশ দূষনকারী প্রতিষ্ঠান থেকে দুই লাখ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। 

তিনি আরও জানান, নারায়ণগঞ্জে দূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। 
 

সম্পর্কিত বিষয়: