আড়াইহাজারে বিদ্যুতের আগুনে পুড়ে গেছে জহিরুল ইসলাম (৪০) নামের এক গার্মেন্ট কর্মীর পুরো শরীর। ঘটনাটি ঘটেছে মঙ্গবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার হাইজাদী ইউনিয়নের নারান্দী গ্রামে। আহত জহিরুল ইসলাম ফকির ফ্যাশনে কর্মরত এবং নারান্দী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
জানা গেছে, জহিরুল ইসলাম তার দালানের ছাদের উপরে উঠে গিয়ে তার নিজের গাছ থেকে জামপুরা পাড়তে যায়। এই সময় তার দালানের উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তাড়ের সাথে হঠাৎ লেগে শরীরে আগুন ধরে যায়। খবর পেয়ে স্বজনরা উদ্ধার করে আড়াইহাজার হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে প্রেরণ করেন।
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরী বিভাগের চিকিৎসক জাহাঙ্গীর শেখ জানান, তার শরীরের ৭৫ ভাগ পুরে গেছে। অবস্থা আশংকা জনক। আড়াইহাজারের পল্লী বিদ্যুতের ডিজিএম সৈয়দা ফারজানা ইয়াসমিন ঘটনা নিশ্চিত করেন।


































