নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০৯ মে ২০২৪

প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের র‌্যালি

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:২৬, ২০ আগস্ট ২০২৩

প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের র‌্যালি

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষীকী উপলক্ষে নগরীতে গণতন্ত্র মুক্তির সমাবেশ ও র‌্যালি বের করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল। রবিবার (২০ আগস্ট) বিকেল চারটায় খানপুর হাসপাতালের মোড়ে গণতন্ত্র মুক্তির সমাবেশ করেন


মহানগর ও জেলা স্বেচ্ছাসেবক দল। পরে নগরীতে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।


এসময় প্রতিষ্ঠাবার্ষিকী র‌্যালিতে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা ফেস্টুন- ব্যানারে সুসজ্জিত হয়ে  কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে শ্লোগানে দেন।


নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কায়সার আশা'র সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাহাবুব রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগীয় টিম প্রধান কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি এম. জি মাসুম রাসেল, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম, বিশেষ অতিথি স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।


এছাড়াও আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিএস শাহ আলম ভূঁইয়া, সহ- সভাপতি রাসেল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সালু, সহ- সম্পাদক আঃ জব্বার, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আবুল হোসেন পায়েল, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ- সভাপতি ফারুক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অহিদুল ইসলাম ছক্কু, সহ-সভাপতি কামরুল হাসান শরীফ, মোস্তাকুর রহমান, মেহেদী হাসান, আরাফাত চৌধুরী, সমবায় বিষয়ক জাকির হোসেন, আড়াইহাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান বাচ্চু, সদস্য সচিব আলমগীর হোসেন সাকিব, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মদ, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, ইমরান হোসেন হিমু, এসকে শাহিন, সদস্য ডা. মাসুদ, মোক্তার, সাদ্দাম, বাচ্চু, এম এ কাদির, মিজানসহ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।