বন্দরে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু'র দেখতে হাসপাতালে ছুটে গেলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক ( ঢাকা বিভাগ ) নজরুল ইসলাম আজাদ।
শুক্রবার ( ৬ সেপ্টেম্বর ) রাত নয়টার দিকে শহরের বালুর মাঠস্থ হেলথ রিসোর্ট হাসপাতালে ছুটে আসে বিএনপি নেতা আজাদ।
এসময়ে তিনি মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং এই অনাকাঙ্খিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। আর এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দেন বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।
এসময়ে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ, রাফি উদ্দিন রিয়াদ, নুরে এলাহী সোহাগ, সাইফুল ইসলাম আপন, মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগরসহ অনেকেই।