নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৫ অক্টোবর ২০২৪

চাঁদ দেখা গেছে, শনিবার ঈদ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:৩৪, ২১ এপ্রিল ২০২৩

চাঁদ দেখা গেছে, শনিবার ঈদ

দেশের আকাশে শুক্রবার (২১ এপ্রিল) সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। শনিবার (২২ এপ্রিল) মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

 

রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে শুক্রবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

 

এবার মুসলমানদের সিয়াম সাধনার পবিত্র মাস রমজান ২৯ দিনেই শেষ হল। হিজরি রমজান শেষে শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানরা ঈদুল ফিতর পালন করে থাকেন।


সভায় প্রতিমন্ত্রী জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪৪ সনের শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। শনিবার শাওয়াল মাসের প্রথম দিন দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।


দীর্ঘ এক মাস রোজা রাখার পর দেশের মুসলমানদের এখন ঈদের আনন্দে মেতে উঠার অপেক্ষা। ইতোমধ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশে ঈদের জামাতের সব প্রস্তুতি সম্পন্ন। 

এবার নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। করোনার দুই বছর পর এবার স্বাস্থ্যবিধি ছাড়াই ঈদ উদযাপিত হবে নারায়ণগঞ্জে।


প্রয়োজন হলে ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। ঈদের নামাজকে ঘিরে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।


এবার ঈদের নামাজে দেড় লাখের বেশি মুসল্লির সমাগম ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান।


ঈদকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে মদিনার আদলে প্যান্ডেল করে বিশাল ঈদ জামাত আয়োজনের ঘোষণা দিয়েছিলেন সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। তার ঘোষণা অনুযায়ী সাজানোর কাজ শেষ হয়েছে।  

 

সম্পর্কিত বিষয়: