জাতীয় ক্রীড়া পরিষদের ব্যবস্থাপনায় ও নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে তৃণমূল প্রতিভা অন্বেষনের আওতায় সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে ১০দিন ব্যাপী জুডো প্রশিক্ষণ কোর্স সম্পন্্ন হয়েছে।
রবিবার (৫ জুন) প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সহকারী পরিচালক (ক্রীড়া) সৈয়দা তাসরিমা আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জুডো ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুন নাহার হীরু। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়া সংস্থার সহসভাপতি ফারুক বিন ইউসুফ পাপ্পু,যুগ্ম সম্পাদক খোরশেদ আলম নাসির ও মোস্তফা কাওছার,জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আনজুমান আরা আকসির,কার্যকরী সদস্য জাকির হোসেন শাহিন,মাকসুদ উল আলম,মোঃ আসলাম,ফিরোজ মাহমুদ সামা,মাহবুবুল হক উজ্জল,মাহবুব হোসেন বিজন,গৌতম কুমার সাহা ও জুডো প্রশিক্ষক একেএম আজাদ প্রমুখ।


































