
মুন্সিগঞ্জ আর্টিসান ঞঠঝ বাইক টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ আসরে হাজী শাহজাহান বেপারী স্পোর্টিং ক্লাবকে ৭ রানে হারিয়ে ফাইনালের শিরোপা জয় করেছেন বন্দর ক্রিকেট ক্লাব।
ক্রিকেট খেলায় বিজয় অর্জন করায় বন্দর ক্রিকেট ক্লাবকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মহানগর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ন কবির মৃধা, নাসিক ২৪ নং ওর্য়াড কাউন্সিলর আফজাল হোসেন, বন্দর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহমেদ, নাসিক ২৩ নং ওর্য়াড কাউন্সিলর আবুল কাউসার আশা, সাবেক কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান, সমাজ সেবক মিনহাজ উদ্দিন আহমেদসহ রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা।
নধহফধৎঢ়ৎবংং.পড়স এর পরিবারের পক্ষে বন্দর ক্রিকেট ক্লাবের টিমসহ সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
প্রথম ইনিংস: বন্দর ক্রিকেট ক্লাব সংগ্রহ: ১৪৮ /৬ (১০ ওভারে) সানি-২১ বলে ৫৭ রান। নাজমুল-৯ বলে ১৯ রান। বোলিং: সেন্টু ২ ওভার ৩৭ রান ২ উইকেট। রানা ৩ ওভারে ৩৭ রান ২ উইকেট।
দ্বিতীয় ইনিংস : হাজী মো: শাহজাহান ব্যাপারী স্পোর্টিং ক্লাব। সংগ্রহ- ১৪১/২ (১০ ওভার) কনক- ৯ বলে ৩৩, রাসেল-২৬ বলে ৪২ বোলিং: নিকাশ ৩ ওভারে ৩৮ রান ২ উইকেট।
ইমরান ১ ওভারে ১২ রান ৭ রানের জয় পায় বন্দর ক্রিকেট ক্লাব (চ্যাম্পিয়ন)। ম্যাচ সেরা -মো:সানি ২১ বলে ৫৭ রান। ভ্যালুয়েবল প্লেয়ার- কনক ৯ বলে ৩৩ রান। টুর্নামেন্ট সেরা -সেন্টু ৪ ম্যাচে ৯ উইকেট।