নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৪ ডিসেম্বর ২০২৪

বন্দরে ক্রীড়াবিদ মন্টি স্মৃতি ক্রিকেটে সেমিফাইনালে ৪ দল

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৫১, ৬ অক্টোবর ২০২৪

বন্দরে ক্রীড়াবিদ মন্টি স্মৃতি ক্রিকেটে সেমিফাইনালে ৪ দল

বন্দরে প্রয়াত ক্রীড়াবিদ ফয়সাল আহমেদ মন্টি স্মরণে আয়োজিত ‘মন্টি স্মৃতি সার্কেল ক্রিকেট টুর্ণামেন্টের সেমিফাইনালে উন্নীত হয়েছে চারটি দল। সম্প্রতি দ্বিতীয় রাউন্ডের খেলায় প্রতিপক্ষকে হারিয়ে সেমিনাইলে খেলার যোগ্যতা অর্জন করে।

দল চারটি হচ্ছে যথাক্রমে আব্দুল্লাহপুর বন্ধুমহল,মাহমুদনগর এক্সপ্রেস,নাজির সরদার আয়রন এবং সালাম স্টীল কর্পোরেশন। 

চারটি দলের মধ্যে আগামী ১১ অক্টোবর শুক্রবার বিকেল সাড়ে ৩টায় টুর্ণামেন্টের প্রথম সেমিফাইনালে আব্দুল্লাহপুর বন্ধুমহল প্রতিপক্ষ নাজির সরদার আয়রন এবং ১২ অক্টোবর শনিবার বিকেল সাড়ে ৩টায় টুর্ণামেন্টের দ্বিতীয় খেলায় মাহমুদনগর এক্সপ্রেস প্রতিপক্ষ  সালাম স্টীল কর্পোরেশনের মোকাবেলা করবে।

উল্লেখ্য,নক আউট পদ্ধতির এ টুর্ণামেন্টে ঢাকা-নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জসহ বিভিন্ন জেলা হতে ২০টি ক্রিকেট দল অংশ নেয়।
 

সম্পর্কিত বিষয়: