
নারায়নগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যানিকেতন হাই স্কুলে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে ৫দিন ব্যাপি বই মেলার উদ্বোধন করবেন দেশের খ্যাতিমান লেখক মুহাম্মদ জাফর ইকবাল।
বুধবার (১০ আগস্ট) সকাল ১০টায় তিনি বই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এসময় উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম ও টেলিভিশন ব্যক্তিত্ব তুষার আবদুল্লাহ সহ সুধীবৃন্দ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন, বিদ্যানিকেতন ট্রাষ্টের চেয়ারম্যান ও দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুন।
বিদ্যানিকেতন ট্রাষ্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান আবদুস সালাম জানান, তৃতীয়বারের মতো বিদ্যানিকেতন হাই স্কুলে বই মেলার আয়োজন করা হয়েছে। এবার জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে দেশের খ্যাতিমান ১১টি বই প্রকাশনা প্রতিষ্ঠান এ মেলায় অংশ নিচ্ছে। আগামী ১৪ আগষ্ট রবিবার বিকেল চারটায় সমাপনি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারে সড়ক ও পরিবহন বিভাগের সচিব এ বিএম আমিন উল্লাহ নুরী।