নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

২৭ আগস্ট ২০২৫

নারায়ণগঞ্জে মেট্রোরেল MRT-2 বাস্তবায়নে নাসিকের সঙ্গে ছাত্র প্রতিনিধিদের বৈঠক

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২৩:০০, ২৬ আগস্ট ২০২৫

নারায়ণগঞ্জে মেট্রোরেল MRT-2 বাস্তবায়নে নাসিকের সঙ্গে ছাত্র প্রতিনিধিদের বৈঠক

নারায়ণগঞ্জে মেট্রোরেল MRT-2 বাস্তবায়নে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী এবং নগর পরিকল্পনা বিভাগ কর্মকর্তাদের সঙ্গে ছাত্র প্রতিনিধিদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে ২৫ কিঃ মিঃ নয় পুরোপুরি ৩৫ কিলোমিটার যেটা সরাসরি নারায়ণগঞ্জ পর্যন্ত আসবে সেটা বাস্তবায়নে সঠিক পদক্ষেপ গ্রহন করার জন্য ছাত্র প্রতিনিধিরা অনুরোধ জানান। 

বৈঠকে ছাত্র প্রতিনিধিরা জানান, MRT 2 লাইন গাবতলি টু নারায়নগঞ্জ (৩৫ কিলোমিটার) আসার কথা ছিলো। কিন্তু ৭ আগষ্ট আমরা জানতে পারি গাবতলি টু নারায়নগঞ্জ লাইনটি চেন্জ হয়ে গাবতলি টু ডেমরা (২৫ কিলোমিটার)  হবে। কিন্ত এ বিষয়টি প্রধান প্রকৌশলী ও নগর পরিকল্পনা কর্মকতা অবগত নন।

পরে দুই কর্মকর্তাকে এই বিষয় নিয়ে করা একটি নিউজ দেখান। যা দেখে অনেকটা অবাক হন তারা।

এক পর্যায়ে বৈঠক থেকেই নাসিকের নগর পরিকল্পনা কর্মকর্তা মেট্রো পরিকল্পনা কর্মকতাকে ফোন করে বিস্তারিত জানার চেষ্টা করেন এবং বুঝাতে সক্ষম হন যে নারায়নগঞ্জের মতো এতো বিশাল নাগরিক ও ব্যবসা কেন্দ্রীক এরিয়াতে অবশ্যই মেট্রোরেল প্রয়োজন আছে।

বৈঠকে উপস্থিত ছিলেন, সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী মো: আব্দুল আজিজ ও নগর পরিকল্পনাবিদ মো: মঈনুল ইসলাম। ছাত্র প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক মেহরাব হোসেন প্রভাত, জাতীয় নাগরিক পার্টির সংগঠক আলিফ দেওয়ান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সাবেক সহ মুখপাত্র ফাহিম মুন্তাসির শুভ, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাগর, জাতীয় নাগরিক কমিটির সোহালি খান ইফতি, জাতীয় নাগরিক পার্টি বন্দর উপজেলার সংগঠক আলিফ।