নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

১৫ সেপ্টেম্বর ২০২৫

বাবুরাইলে নিজ বাসায় ফাঁসিতে ঝুলছিল যুবক, খাটে স্ত্রী-সন্তানের লাশ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:১২, ১৫ সেপ্টেম্বর ২০২৫

বাবুরাইলে নিজ বাসায় ফাঁসিতে ঝুলছিল যুবক, খাটে স্ত্রী-সন্তানের লাশ

নারায়ণগঞ্জ শহরের বাবুরাইলে নিজ বাসা থেকে একই পরিবারের তিনজনের মারদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় ১ নং বাবুরাইল বউ বাজার এলাকার পলাশের বাড়ির ৪ তলার ফ্ল্যাট থেকে মারদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন- মো. হাবিবুল্লাহ শিপলু (৩৫), তার স্ত্রী মোহিনী আক্তার মীম (২৪) ও ছেলে আফরান (৪)। 

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ওসি নাছির উদ্দিন জানান, হাবিবুল্লাহ শিপলু স্ত্রী সন্তান নিয়ে ভবনের চারতলার ফ্ল্যাটে ভাড়া থাকতেন। খবর পেয়ে সেখানে গিয়ে দেখা যায় ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ করা।

তখন নিহতের আত্মীয়স্বজন ও স্থানীয়দের উপস্থিতিতে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পুলিশ। ভেতরের একটি কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁছিয়ে ফাঁসিতে ঝুলছিল হাবিবুল্লাহ শিপলুর লাশ। আরেক কক্ষে তার স্ত্রী ও ছেলের মুখের উপর বালিশ ছিল। 

নিহত মো. হাবিবুল্লাহ শিপলু বউবাজার এলাকার ‘রমজান সমিতি’ নামে একটি সমিতির ব্যবস্থাপক (ম্যানেজার) ছিলেন। করোনা মহামারীর সময় সমিতিটি বন্ধ হয়ে যায়। সমিতির মালিক রমজান দীর্ঘদিন ধরে পলাতক। ফলে সমিতির গ্রাহকরা তাদের টাকা ফেরত পাবার দাবিতে নিহত শিপলুর উপর চাপ সৃষ্টি করছিলেন।

এদিকে, কোন কাজ না থাকায় নিজেও ঋণগ্রস্ত হয়ে পড়েন শিপলু। মানসিক অবসাদ থেকেই এই ঘটনা ঘটিয়েছেন বলে ধারণা পুলিশের।

ওসি আরও জানান, লাশগুলো সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাদের মৃত্যুর প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে।