নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

৩১ অক্টোবর ২০২৫

প্রতিদিন ৩ লাখ টাকার মশার ঔষধ ছিটানো হচ্ছে 

নাসিক এলাকায় কমছেনা ডেঙ্গুর প্রকোপ  

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:৫৬, ৩০ অক্টোবর ২০২৫

নাসিক এলাকায় কমছেনা ডেঙ্গুর প্রকোপ  

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) এর মেডিক্যাল অফিসার ডাঃ নাফিয়া ইসলাম বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর ২৭ টি ওয়ার্ডে প্রতিদিন মশক নিধন অভিযান চলছে। দৈনিক ৩ লাখ টাকার মশার ঔষধ ছিটানো হচ্ছে। তবুও ডেঙ্গুর প্রকোপ কমছেনা।

আসলে আমাদের সবাইকে সচেতন হতে হবে। প্রতি তিন দিন অন্তর বাড়ির চারপাশ চেক করে দেখতে হবে। ডেঙ্গুর লার্ভা তৈরী হলে তা ধ্বংস করে দিতে হবে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ব্র্যাক এর আয়োজনে জলবায়ু পরিবর্তন এবং স্বাস্থ্য প্রকল্প শীর্ষক এক সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।  নাসিক এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো: জাকির হোসেন এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় ্অন্যান্য বক্তারা বলেন, বিগত ৩০ বছরে জলবায়ুর ব্যাপক পরিবর্তন ঘটেছে। ফলে অনেক রোগবালাই বেড়েছে। বিশেষ করে বাহক বাহিত রোগ যেমন: ডেঙ্গু , ম্যালেরিয়া, চিকুনগুনিয়া ও জিকা রোগ বাড়ছে। নারায়ণগঞ্জসহ সারাদেশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া বেড়েছে। এ সকল রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে নাসিক এর সহায়তায় ব্যাক নারায়ণগঞ্জে ইউনিয়ন পর্যায়ে ক্লিনিক ক্যাম্প পরিচালনা করে আসছে।

সভার কার্যক্রম পরিচালনা করেন ব্র্যাক এর নারায়ণগঞ্জ টিবি কন্ট্রোল প্রোগ্রাম এর ডিএম শামীম আল মামুন খান। এ সময় শিক্ষকগণ, সমাজকর্মী, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন এলাকার স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।