শিল্প, সাহিত্য সংস্কৃতি বিষয়ক মুখপত্র বর্ণ সাহিত্য পত্রের কবি নির্মলেন্দুগুন স্মরণে সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার নারায়নগঞ্জ স্থানীয় একটি রেস্টুরেন্টে বর্ণ সাহিত্য পত্রের সম্পাদক আবু রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক জন্মভূমির সম্পাদক জাফর আহম্মেদ, সাপ্তাহিক মুক্ত আওয়াজ পত্রিকার সম্পাদক এনামুল হক প্রিন্স, কবি ও প্রভাষক মৃত্যুঞ্জয় দত্ত, কবি ও সংগঠক জাহাঙ্গীর ডালিম, কবি মোস্তফা কামাল সোহাগ প্রমুখ।
নারায়নগঞ্জ প্রেস ক্লাবের সহ সভাপতি বিল্লাল হোসেন রবিন ভার্চুয়ালি যুক্ত হয়ে তার বক্তব্য প্রদানকরেন। বিল্লাল হোসেন রবিন বলেন-বর্ণ সহিত্য পত্র কবি নির্মলেন্দুগুন স্মরনে প্রকাশিত হওয়ায় আমি আনন্দিত। সাহিত্য ও শিল্প বিকাশে বর্ণ সাহিত্য পত্রটি বিশেষ ভূমিকা পালন করবে বলে আশা করি।
আবু রায়হান বর্ণ সাহিত্য পত্রের সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, নতুন নতুন লেখক তৈরিতে বর্ণ সাহিত্য পত্র বিশেষ ভূমিকা পালন করছে। শিশুদেও মাঝে সাহিত্য চর্চা বিকশিত করার জন্য বিনামূল্যে ছড়ার বই বিতরণ কার্যক্রম চলমান থাকবে। অনলাইনে বর্ণ এগিয়ে যাবে অনেক দূর।
এবারের সংখ্যায় যাদের লেখা স্থান পেয়েছে তারা হচ্ছেন ফজিলা ফয়েজ, কুদরত-ই-হুদা, ইসরাফিল আকন্দ রুদ্র, মুজিবুল হক কবীর, শফিক হাসান, আলী হাসান, আবু রায়হান, আফজাল হোসেন পন্টি, আল আমিন তুষার, জান্নাতুন নাহার নূপুর, এনামুল হক প্রিন্স, রাকিবুল রকি, গোলাম আশরাফ খান উজ্জ্বল, মোঃ ফয়সাল, আব্দুর রহিম, মোঃ শফিকুল ইসলাম আরজু, ইসরাত রুবাইয়া, মোস্তফা কামাল সোহাগ, ওসমান গনি, জাহাঙ্গির ডালিম, দেওয়ান সামছুর রহমান, সুমন সরকার, মোঃ বশির উদ্দিন, মোঃ নুর ইসলাম বাদল, শিরিনা আক্তার রীনা, আলি এহসান, মোঃ মামুন হোসেন প্রমুখ।
এখন থেকে বর্ণ প্রিন্ট মিডিয়ার পাশাপাশি অনলাইন পোর্টালে দেখা যাবে www.bornoshahittopotro.com এই ঠিকানায়।


































