নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

২২ অক্টোবর ২০২৫

জেলা প‌রিষদ চেয়ারম‌্যানের সা‌থে হো‌সিয়ারী নেতৃবৃ‌ন্দের স্বাক্ষাত

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০০:২২, ২ ফেব্রুয়ারি ২০২৩

জেলা প‌রিষদ চেয়ারম‌্যানের সা‌থে হো‌সিয়ারী নেতৃবৃ‌ন্দের স্বাক্ষাত

নারায়ণগঞ্জ জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান চন্দন শী‌লের সা‌থে সৌজন‌্য সাক্ষাত ক‌রে‌ছেন বাংলা‌দেশ হো‌সিয়ারী এসো‌সি‌য়েশ‌নের পরিচালনা পর্ষদের প‌রিচালকবৃন্দ।।

 

মঙ্গলবার রা‌তে জেলা প‌রিষদ চেয়ার‌ম‌্যা‌নের বাসভব‌নে বাংলা‌দেশ হো‌সিয়ারী এসো‌সি‌য়েশ‌নের সভাপ‌তি আলহাজ্ব মোঃ শেখনাজমুল আলম সজ‌লের নেতৃ‌ত্বে এ সৌজন‌্য স্বাক্ষাত ক‌রেন ‌নেতৃবৃন্দ। 

 

এসময় অন‌্যান‌্য প‌রিচালকবৃ‌ন্দের ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন জেনারেল গ্রুপের প‌রিচালক মোঃ মোজাম্মেল হক, আমিরউল্লাহ রতন এবং এসো‌সি‌য়েট গ্রু‌পের প‌রিচালক আলহাজ্ব মোঃ নাছির শেখ, আলহাজ্ব মোঃ আতাউর রহমান, আলহাজ্ব মোঃ মিজানুর রহমান, আলহাজ্ব মোঃ নাছিম আহমেদ।

সম্পর্কিত বিষয়: