নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

১৮ সেপ্টেম্বর ২০২৫

চৌধুরীবাড়ি ব্যবসায়ী নির্বাচনে ব্যাডমিন্টন মার্কায় গনসংযোগে এগিয়ে মেরাজ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৩০, ১৮ সেপ্টেম্বর ২০২৫

চৌধুরীবাড়ি ব্যবসায়ী নির্বাচনে ব্যাডমিন্টন মার্কায় গনসংযোগে এগিয়ে মেরাজ

সিদ্ধিরগঞ্জ চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশন নির্বাচনে সহসাধারণ সম্পাদক পদে ব্যাডমিন্টন প্রতীকে নির্বাচনী প্রচারণায় এগিয়ে আছেন আল মেরাজ রেস্টুরেন্টের প্রতিষ্ঠাতা মেরাজ গাজী। 

মেরাজ দীর্ঘ ১৮ বছর যাবত চৌধুরীবাড়ি মার্কেটে ব্যবসা করে যাচ্ছেন। এরমধ্যে বিগত সময়ে কোনো প্রকার ঝুট-ঝামেলা ছাড়া নিজেকে গুছিয়ে সকলের সঙ্গে নম্র আচরণ ও হাসি মুখে ভদ্রতা বজায় রেখে ব্যবসা করেন মেরাজ।

গণসংযোগ কালে ব্যবসায়ী রনি জানান মেরাজ  একজন সৎ ও ভদ্র মানুষ হিসেবে ব্যবসায়ীদের কাছে পরিচিত। 

১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাদ আসর চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশন নির্বাচনে গণসংযোগ কালে ভোটারদের কাছে গেলে তারা বলেন আমরা যদি নির্বাচনের মাধ্যমে ভালো মানুষকে জয়ের মালা পরিয়ে দেই তার মধ্যে মেরাজ হবে একজন। 

এদিকে মেরাজ গণসংযোগ শেষে বলেন আগামী ২০ সেপ্টেম্বর শনিবার সকাল ৯ টা থেকে বিকেলে ৪ টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণের মধ্যদিয়ে ব্যবসায়ী ভাইয়েরা তাদের যোগ্য প্রার্থী নির্বাচিত করবেন।

এসময় তিনি আরো বলেন আমাকে যোগ্য মনে  হলে আপনাদের দোয়া ও মুল্যবান ভোট দিয়ে আমাকে বিজয় করে আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন ।