নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২২ আগস্ট ২০২৫

সোনারগাঁয়ে ফেনসিডিল-গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২৩:৪১, ২৯ মার্চ ২০২৫

সোনারগাঁয়ে ফেনসিডিল-গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার 

সোনারগাঁয়ে ২শ’ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজাসহ মো. মোরসালিন (২০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃত মো. মোরসালিন উপজেলার সোনাপুর এলাকার আইসক্রিমওলার বাড়ির ভাড়াটিয়া মাহবুব এর ছেলে।

শনিবার (২৯ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান । এরআগে গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে সোনাপুর এলাকার আহম্মদ নগর টিনশেড পরিত্যক্ত মাদ্রাসার ভিতরের বাম পাশের কক্ষে অভিযান চালিয়ে ওই মাদকসহ তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।  

অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখার সদর জোনের এসআই অংকুর কুমার ভট্টাচার্য, এএসআই মো. শহিদুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স।

ডিবি পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান জনান, মাদক কারবারি মো. মোরসালিনের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে তাকে আদালতে পাঠানো হয়েছে।