
বন্দরে চাঁদার দাবিতে গাছ কাটতে বাধাসহ রাবেয়া আক্তার(৩৭) নামে প্রবাসীর স্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সালামসহ তার পরিবারের বিরুদ্ধে । এ ঘটনায় নিরীহ গৃহবধূ রাবেয়া আক্তার শনিবার (১১ মে) রাতেই বাদী হয়ে সালাম ও তার পুত্রসহ ৪ জনকে আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে উল্লেখ করেন, বন্দর থানার মদনগঞ্জ বকুলতলা এলাকার মৃত সিদ্দিক মিয়ার ছেলে বিবাদী আব্দুস সালাম তার ছেলে শিশির, স্ত্রী আসমা বেগম, মেয়ে কনা আক্তার অভিযোগের বাদিনী রাবেয়া বেগমের প্রতিবেশী।
বাদিনী স্বামী প্রবাসে থাকার সুবাদে তার সন্তান ও শাশুড়ি নিয়া বাড়িতে একা থাকে। ওই সুযোগে বিবাদীদ্বয় আমাদের নানা ধরনের হুমকি ধামকি ভয়ভীতি প্রদান করে আসছিল। বাদিনী বসতবাড়ির গাছ কাটিতে গেলে উক্ত বিবাদীদ্বয় তার নিকট হইতে টাকা দাবি করে এবং তাহাদের চাহিদা মতো টাকা না দিলে আমাদের বাড়িতে কোন ধরনের কাজ করিতে দিবে না মর্মে হুমকি দেয়।
গত ৫মে সকাল অনুমান পৌণে ১০টায় আমরা বন্দর থানাধীন মদনগঞ্জ বকুলতলা সাকনিস্থ আমাদের বসতবাড়িতে আমরা শ্রমিক নিয়া একটি কড়ই গাছ কাটিতে গেলে উক্ত বিবাদীগণ দেশীয় অস্ত্রশস্ত্র, ছুরি চাকু নিয়া আসিয়া বাঁধা প্রদান করিয়া আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং উক্ত ১ ও ২নং বিবাদী আমাদের গাছ কাটার শ্রমিকের পায়ের রগ কাটিয়া ফেলবে বলে হুমকি দেয়।