নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০২ সেপ্টেম্বর ২০২৫

বন্দরে সাংবাদিকের মোটরসাইকেল চুরির ঘটনার ৬ দিন পর থানায় মামলা  

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:০৩, ১ সেপ্টেম্বর ২০২৫

বন্দরে সাংবাদিকের মোটরসাইকেল চুরির ঘটনার ৬ দিন পর থানায় মামলা  

বন্দর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও নয়াদিগন্ত পত্রিকার বন্দর প্রতিনিধি মহিউদ্দিন সিদ্দিকী মোটরসাইকেল চুরি ঘটনার ৬ দিন পর অবশেষে থানায় মামলা দায়ের হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর)  দুপুরে ভূক্তভোগী সাংবাদিক বাদী হয়ে বন্দর থানায় এ চুরি মামলা দায়ের করেন। যার মামলা নং- ২(৯)২৫।

এর আগে  গত সোমবার (২৫ আগস্ট)  বিকেলে  বন্দর  খানাবাড়ি মোড়স্থ তার  নিজ বাড়ির গেটের সামনে থেকে ওই মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায় চোরের দল।

জানা গেছে,  গত সোমবার বিকেলে সাংবাদিক মহিউদ্দিন সিদ্দিকী পেশাগত কাজ শেষে করে বন্দর  খানাবাড়ি মোড়স্থ তার  নিজ বাড়ির গেটের সামনে  মোটরসাইকেলটি রেখে তার ফ্লাটে যায়।

ওই সময় উৎপেতে থাকা চোরের দল কৌশলে উল্লেখিত বিল্ডিংএ অনাধিকার ভাবে প্রবেশ করে সাংবাদিক মহিউদ্দিন সিদ্দিকী ব্যবহৃত মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়।

এ রির্পোট লেখা পর্যন্ত মোটরসাইকেল চুরি ঘটনার ৭ দিন অতিবাহিত হলেও চোরাইকৃত মোটরসাইকেলটি  উদ্ধারের সংবাদ জানাতে পারেনি পুলিশ।