
বন্দরে ঘারমোড়া সমাজ কল্যান সমিতির উদ্যাগে নাতে রাসুল পরিবেশন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) বাদ মাগরিব উল্লেখিত প্রতিষ্ঠানে এ ইসলামিক গজল পরিবেশন করা হয়।
ঘারমোড়া সমাজ কল্যান সমিতির ক্রীড়া বিষয়ক সম্পাদক রমিজ উদ্দিন বুলেটের সার্বিক তত্ত্বাবধানে নাতে রাসুল ও ইসলামিক গজল পরিবেশন কালে ওই সময় আরো উপস্থিত ছিলেন ঘারমোড়া সমাজ কল্যান সমিতির নেতৃবৃন্দসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
নাতে রাসুল ও ইসলামিক গজল পরিবেশন করেন আব্বাসী শিল্পী গোষ্ঠী নেতৃবৃন্দ।