
বন্দরে বসতবাড়ি নির্মাণ কাজে বাধা প্রদানসহ প্রাননাশের হুমকি ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভূক্তভোগী আনোয়ার হোসেন বাদী হয়ে সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ভূমিদস্যু খোকন, খোকা, নুরুল ইসলামসহ ৪ জনের নাম উল্লেখ্য করে ও অজ্ঞাতনামা ১০/১২ জন ভাড়াটিয়া সন্ত্রাসীদের বিরুদ্ধে বন্দর থানায় অভিযোগ দায়ের করেন।
এর আগে গত শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় বন্দর থানার ২০ নং ওয়ার্ডের দড়ি সোনাকান্দা এলাকায় এ ঘটনাটি ঘটে।
অভিযোগ সূত্রে জানা গেছে, বন্দর থানার দড়ি সোনাকান্দা এলাকার মৃত আব্দুল আজিজ মিয়ার ছেলে আনোয়ার হোসেন মিয়ার দাদা মৃত ইমান আলী বিগত ৮০ বছর পূর্বে তার নিকট আত্মীয় মৃত গোলজান বিবি, মৃত শ্রী তুফান আলী, মৃত আহমেদ হোসেন এর কাছ থেকে উক্ত সম্পত্তি খরিদ করে প্রথমে আমার দাদা পরে আমার পিতা বর্তমানে আনোয়ার হোসেনসহ তার পরিবার শান্তিপূর্ণ ভাবে ভোগ দখল করে আসছিল।
এর ধারাবাহিকতা গত শনিবার সকাল ৯টায় আনোয়ার হোসেন তার পৈত্রিক সম্পত্তিতে নির্মান কাজ শুরু করলে ওই সময় একই এলাকার মৃত আনিজল মিয়ার ভূমিদৎসু ছেলে খোকন ও খোকা একই এলাকার মৃত খলিল সরদারের ছেলে নুর ইসলাম ও মৃত আনিজল মিয়ার স্ত্রী হামিদা বেগম ঘটনাস্থলে এসে নির্মান কাজ বন্ধ করে দেয়।
পরে ওই দিন রাত ৮টায় উল্লেখিতরাসহ আরো অজ্ঞাত নামা ১০/১২ জন ভাড়াটিয়া সন্ত্রাসীদের নিয়ে আনোয়ার হোসেন বাড়িতে অনধিকার প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য বিভিন্ন ভাবে হুমকি দামকি প্রদান করে নির্মান কাজ বন্ধ করে দেয়।
এ অবস্থা থেকে রেহাই পাওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভূক্তভোগী আনোয়ার হোসেন ও তার পরিবার।