নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১০ জানুয়ারি ২০২৬

বন্দরে ইয়াবা ও গাঁজাসহ মাদক সম্রাট কালা ফারুক গ্রেপ্তার  

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:০২, ৬ অক্টোবর ২০২৫

বন্দরে ইয়াবা ও গাঁজাসহ মাদক সম্রাট কালা ফারুক গ্রেপ্তার  

বন্দরে ২০০ পিছ ইয়াবা ও ১ কেঁজী গাঁজাসহ তালিকাভূক্ত মাদক সম্রাট কালা ফারুক (৫০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক কারবারি কালা ফারুক বন্দর থানার ১৯ নং ওয়ার্ডের মদনগঞ্জ লক্ষারচর এলাকার মৃত রফিক মিয়ার ছেলে।

বিভিন্ন প্রকার মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় বন্দর থানার উপ পরিদর্শক আব্দুল মোতালেব ভূঁইয়া বাদী হয়ে সোমবার (৬ অক্টোবর)  সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা রুজু করে দুপুরে  তাকে আদালতে প্রেরণ করে। যার মামলা নং- ৮(১০)২৫।

এর আগে গত রোববার (৫ অক্টোবর) দিবাগত রাত সোয়া ২টায় বন্দর থানার মদনগঞ্জ লক্ষারচরস্থ তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে উল্লেখিত মাদকদ্রব্যসহ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

থানার তথ্য সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত মাদক সম্রাট কালা ফারুক দীর্ঘ দিন ধরে উল্লেখিত এলাকায় অবাধে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।