নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

২৯ অক্টোবর ২০২৫

বন্দরে অপহরণ মামলায় সাবেক ছাত্রনেতা আপেল গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৪৮, ২৮ অক্টোবর ২০২৫

বন্দরে অপহরণ মামলায় সাবেক ছাত্রনেতা আপেল গ্রেপ্তার

বন্দরে স্কুলছাত্রীকে অপহরন মামলায় সাবেক ছাত্রদল নেতা মাহমুদুল হাসান মারুফ ওরফে আপেল (২৮)কে গ্রেপ্তার করেছে  ধামগড় ফাঁড়ি পুলিশ।

ধৃত অপহরণকারি সাবেক ছাত্র নেতা মাহমুদুল হাসান মারুফ ওরফে আপেল বন্দর থানার ২৭ নং ওয়ার্ডের ফুলহর এলাকার আশরাফ উদ্দিন মিয়ার ছেলে।

ধৃতকে মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে বন্দর থানার দায়েরকৃত ১৮(১০)২৫ নং মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে  গত সোমবার (২৭ অক্টোবর) বিকেলে বন্দর থানার  মদনপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

জানা গেছে, বন্দরে ২৭নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি আপেল মারুফের বিরুদ্ধে  নবম শ্রেণির এক ছাত্রীকে জোর পূর্বক  বিয়ে করতে চাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

ভূক্তভোগী শিক্ষার্থী বিয়ে করতে রাজি না হওয়ায় ওই স্কুল শিক্ষার্থীকে শারীরিক ভাবে নির্যাতনসহ তার  ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল পরিবারকে ব্লাক মেইলিংয়ের চেষ্টা করছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ওই শিক্ষার্থীর মা।


 

সম্পর্কিত বিষয়: