নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

১০ নভেম্বর ২০২৫

সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:২৯, ১০ নভেম্বর ২০২৫

সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ সবুজ মিয়া (২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার সহযোগী মর্জিনা নামে এক নারী মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

সোমবার (১০ নভেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকা থেকে সবুজ মিয়াকে আটক করা হয়।

গ্রেফতার হওয়া সবুজ মিয়া চাঁদপুর জেলার কচুয়া থানার আলিয়ারা আছিমপুর গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে। বর্তমানে সে পশ্চিম সানারপাড় ব্যাংক কলোনীর গণি মিয়ার বাড়িতে ভাড়া থাকতো।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম জানান, থানা এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী অভিযানের ডিউটি চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, সানারপাড় রহিম মার্কেটের সামনে পাকা রাস্তার উপর মাদক ব্যবসায়ীরা মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।

পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করে। এ সময় সবুজ মিয়াকে আটক করা সম্ভব হলেও মর্জিনা নামে তার এক সহযোগী পালিয়ে যায়। জানা যায়, মর্জিনা বাগমারা এলাকার কাশেমের স্ত্রী।

আটককৃত সবুজ মিয়ার দেহ তল্লাশি করে তার পরিহিত জিন্স প্যান্টের ডান পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজার মূল্য ১৫ হাজার ৩০০ টাকা বলে জানায় পুলিশ ।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম বলেন, গ্রেফতারকৃত সবুজ মিয়া ও পলাতক মর্জিনা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে কৌশলে থানা এলাকার বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে মাদকসেবীদের কাছে খুচরা ও পাইকারি দরে বিক্রি করে আসছিল। 

গ্রেপ্তারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক মর্জিনাকে গ্রেফতারের চেষ্টা চলছে।