জেলা ক্রীড়া অফিস, নারায়ণগঞ্জ এর আয়োজনে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে বালিকাদের ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজ, নারায়ণগঞ্জ মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ জেলার ৬টি প্রতিষ্ঠান হতে ৬০ জন বালিকা অংশগ্রহণ করে। এ সময় প্রতিযোগিদের মাঝে জার্সি বিতরণ করা হয় এবং প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রীত ছিলেন মো. আলমগীর হুসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), নারায়ণগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মোঃ মাহমুদুল হাসান ভূঁইয়া, অধ্যক্ষ, নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজ, নারায়ণগঞ্জ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব এস. এম ফয়েজ উদ্দিন,উপজেলা নির্বাহী অফিসার, নারায়ণগঞ্জ সদর, নারায়ণগঞ্জ এবং স্বাগত বক্তব্য রাখেন ফারজানা আক্তার সাথী, জেলা ক্রীড়া অফিসার, নারায়ণগঞ্জ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক ও স্কুলের ছাত্ররা।
ফারজানা আক্তার সাথী এ ধরনের আয়োজন আগামী প্রজন্মকে ক্রীড়ামুখী ও স্বাস্থ্যসচেতন করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সকলে আশাবাদ ব্যক্ত করেন এবং অনুষ্ঠানের সমাপ্ত করেন।


































