নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৪ ডিসেম্বর ২০২৪

সিদ্ধিরগঞ্জে জালাল উদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়ে জাকজমকপূর্ণ ক্লাশ পার্টি অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:২৭, ২১ নভেম্বর ২০২৪

সিদ্ধিরগঞ্জে জালাল উদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়ে  জাকজমকপূর্ণ ক্লাশ পার্টি অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জের জালকুড়ির সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বী. এম. জালাল উদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক ও মাধ্যমিক শাখার ক্লাশ পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান বৃহস্পতিবার দিনব্যাপি ঝাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা সাংবাদিক বিল্লাল হোসেন রবিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য পরিষদের সভাপতি মুজিবর রহমান। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক ও প্রধান গন উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে বিদ্যালয়ের পড়ালেখার মান, কো কারিকুলাম ও এস এস সি ২০২৫ ইং এর ছাত্র-ছাত্রীদের বোর্ড পরীক্ষা সহকারে বিভিন্ন বিষয়াদি নিয়ে বক্তারা বক্তব্য রাখেন। বক্তারা ছাত্র-ছাত্রী,  অভিভাবক ও শিক্ষকদের আরোও সক্রিয় হবার পরামর্শ দেন। সেই সাথে উক্ত বিদ্যালয়ে ধারাবাহিক সাফল্য নিয়ে ভূয়সী প্রশংসা করেন। 

সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রি-প্লে থেকে দশম শ্রেণি পর্যন্ত সকল শ্রেণির ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহণ করে। তারা একে একে অভিনয়, নৃত্য, নাটিকা, আবৃত্তি, গান পরিবেশন করে অনুষ্ঠাানকে প্রানবন্ত করে তোলে।

সবশেষে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক আল মামুন উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সেই সাথে বিদ্যালয়ের পড়ালেখার মান বৃদ্ধি করতে ও ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ট্রেডে দক্ষ হিসেবে গড়ে তুলতে নেওয়া উদ্যোগগুলোর বর্ণনা করেন তিনি।