
সামন্য বৃষ্টি হলেই নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের ফটকের সামনের সড়কটি বেহাল দশায় পরিণত হয়। সামান্য বৃষ্টিতেই সড়কটিতে জমে যায় পানি। একবার বৃষ্টি হলে তিন থেকে চারদিন জমে থাকে বৃষ্টির পানি।
এতে সড়কটি বৃষ্টি পানির সাথে ময়লা কাদাযুক্ত হয়ে চলাচলের অনুপযুক্ত হয়ে উঠে। এরফলে শিক্ষার্থী, অভিবাবক ও শিক্ষকদের ওই ময়লা কাদাযুক্ত পানি মাড়িয়ে কলেজে যাতায়াত করতে হচ্ছে।
এ ছাড়াও কলেজের প্রধান ফটকের ডান পাশে খালি জায়গাটি অভিভাবকদের বসার জন্য একমাত্র স্থান হলেও বৃষ্টির পানিতে সড়কে জলাবদ্ধ হওয়ায় অভিভাবকদের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
শিক্ষার্থীরা বলছেন, কলেজের সামনে বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য কোনো ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এ বেহাল পরিস্থির সৃষ্টি হয়। তাদের দাবি দ্রুত সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করা হউক।
কলেজে আগত অভিভাবকরা তাদের বসার জন্য কলেজ গেইটের সামনে যে ব্যবস্থা রয়েছে তার সামনের জায়গাটা সংস্কার করে পরিস্কার পরিচ্ছন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।