নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

২৯ এপ্রিল ২০২৪

খানপুর ৩০০ শয্যা হাসপাতালে ৪ দালাল আটক, ৫ দিনের কারাদন্ড

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৪৮, ১৭ জানুয়ারি ২০২৪

খানপুর ৩০০ শয্যা হাসপাতালে ৪ দালাল আটক, ৫ দিনের কারাদন্ড

নারায়ণগঞ্জ শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪ দালালকে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান হয়েছে।

দন্ডপ্রাপ্ত দালালরা হলো- মো. সালাউদ্দিন (৩৫), মো. ইব্রাহিম খলিল (৪০), বাদল মিয়া (৫০) ও মো. আনোয়ার হোসেন (২৯)। বুধবার দুপুরে র‌্যাব-১১ ও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, কর্তৃক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই চার দালালকে আটক করে এ সাজা প্রদান করা হয়।

কারাদন্ডপ্রাপ্তরা খানপুর ৩০০ শয্যা হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের মিথ্যা প্রলোভন দেখিয়ে বিভিন্ন বেসরকারী হাসপাতালে নিয়ে গিয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার কথা বলে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। 

র‌্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ’র ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার কাজী শাহাবুদ্দিন আহমেদ জানান, কারাদন্ডপ্রাপ্ত চার দালাল দীর্ঘদিন ধরে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে দালালি করে আসছে।

দালালির মাধ্যমে তারা হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের বিভিন্নভাবে হয়রানী ও আর্থিকভাবে ক্ষতি সাধন করে থাকে।  

ভ্রাম্যমান আদালতে সাজা প্রদানের পর তাদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।