নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৭ জুলাই ২০২৪

দিগুবাবু বাজারে গরুর মাংসের কেজি ৭৬০ টাকা নির্ধারণ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৭:৫৭, ৯ এপ্রিল ২০২৪

দিগুবাবু বাজারে গরুর মাংসের কেজি ৭৬০ টাকা নির্ধারণ

ঈদ উল ফিতর উপলক্ষ্যে গরুর মাংসের দাম নিয়ন্ত্রণে রাখতে নারায়ণগঞ্জ শহরের অন্যতম কাচাবাজার দিগুবাবু বাজারে মাংসের দোকানে যৌথ অভিযান পরিচালনা করেছে  জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় গরুর মাংস কেজি ৭৬০ টাকা দরে বিক্রি করার জন্য দাম নির্ধারন করে দেয়া হয়। এছাড়া খাসির মাংসসহ বিভিন্ন দোকানকে সতর্ক করা হয়। বেশি দামে বিক্রি করলে ব্যবস্থা নেয়া হবে।


মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে অভিযানের নেতৃত্ব দিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারাশিদ বিন এনাম ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামান। 


সেলিমুজ্জামান জানান, বেশী দামে গরুর মাংস বিক্রি করা এবং মুল্য তালিকা প্রদর্শন না করায় দোকানীদের সতর্ক করা হয়। এবং প্রতি কেজি গরুর মাংস ৭৬০ টাকায় বিক্রি করার নির্দেশনা দেওয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন জেলা ক্যাবের প্রচার সম্পাদক আবু সাইদ পাটোয়ারী রাসেল ও জেলা পুলিশের একটি টিম।

সম্পর্কিত বিষয়: