![নিত্য প্রয়োজনী পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে নারায়ণগঞ্জে ক্যাব’র মানববন্ধন নিত্য প্রয়োজনী পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে নারায়ণগঞ্জে ক্যাব’র মানববন্ধন](https://www.narayanganjtimes.com/media/imgAll/2021May/Untitled-4-copy-2412022044.jpg)
দুর্নীতিবাজ ব্যবসায়ীদের কারসাজি ও অতি মুনাফা লোভীদের কারণে আলু ও পেঁয়াজ সাধারণ ভোক্তাদের নাগালের বাহিরে এবং আইনে নিষিদ্ধ থাকা ভোজ্য তেল (ড্রামে) বিক্রি বন্ধ ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে মাববন্ধন করেছে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশে (ক্যাব) নারায়ণগঞ্জ জেলা কমিটি।
সোমবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ক্যাব নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি মাজাহার হোসেন মাজুম, সাধারণ সম্পাদক কাজী দলিল উদ্দিন দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন রবিন, কোষাধ্যক্ষ এনামুল হক প্রিন্স, প্রচার সম্পাদক আবু সাঈদ পাটোয়ারী রাসেল, কার্যকরী সদস্য রফিকুল ইসলাম, সফিকুল ইসলাম, এস এম বিজয় প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)’র উদ্যোগে আজ সোমবার দেশের প্রতিটি জেলায় একযোগে মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে।তারই ধারাবাহিকতায় আজকে নারায়ণগঞ্জে আমাদের এই মানববন্ধন। নিত্য প্রয়োজনীয় দ্রব্য সহ সকল পণ্যের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। যা আজ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। এই দ্রব্যমূল্য যাতে সহনীয় পর্যায়ে নিয়ে আসা হয় সে দাবি জানাচ্ছি। একইসাথে বাজার মনিটরিং করার ক্ষেত্রে জেলা প্রশাসন সহ সংশ্লিদেরকে আরও বেশী সক্রিয় ও কার্যকর ভুমিকা রাখার আহবান জানাচ্ছি।
তারা আরও বলেন, অসাধু ব্যবসায়ীদের সাবধান করে দিতে চাই যে, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বিষয়টি চিন্তা করে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখুন। সহনীয় পর্যায়ে রাখতে জেলা প্রশাসনের সহযোগীতা কামনা করেন তারা।
মানববন্ধন শেষে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখাসহ ৮ দফা দাবী বাস্তবায়নে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বরাবর ক্যাবের পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।