নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪

বর্ণ সাহিত্য পত্র ঈদ সংখ্যার মোড়ক উন্মোচন

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:৪২, ২৮ এপ্রিল ২০২২

বর্ণ সাহিত্য পত্র ঈদ সংখ্যার মোড়ক উন্মোচন

শিল্প, সাহিত্য, সংস্কৃতি বিষয়ক মুখপত্র বর্ণ সাহিত্য পত্র ঈদ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে বর্ণ সাহিত্য পত্রের সম্পাদক আবুরায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনটিভির ষ্টাফ রিপোর্টার নাফিজ আশরাফ, দৈনিক মানবজমিন পত্রিকার ষ্টাফ রিপোর্টার বিল্লাল হোসেন রবিন, দৈনিক কালের কন্ঠের নরায়ণগঞ্জ জেলা প্রতিনিধি দীলিপ কুমার মন্ডল। 


নাফিজ আশরাফ তার বক্তৃতায় বর্ণ সাহিত্য পত্রের সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, বর্ণ সাহিত্য পত্রের সাথে আমি আছি এবং থাকবো। 
তিনি বলেন পত্রিকাটি ঢাকা থেকে প্রকাশিত হলেও নারায়ণগঞ্জের কবি সাহিত্যকদের লেখা অগ্রাধিকার ভিত্তিতে প্রকাশের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। 


তিনি আরো বলেন, নতুন নতুন লেখক তৈরীতে বর্ণ সাহিত্য পত্রটি কাজ করবে বলে আমি মনে করি। 


বিল্লাল হোসেন রবিন বলেন, বর্ণ সহিত্য পত্র ঈদ সংখ্যা প্রকাশিত হওয়ায় আমি আনন্দিত। সাহিত্য ও শিল্প বিকাশে বর্ণ সাহিত্য পত্রটি বিশেষ ভুমিকা পালন করবে বলে আশা করি। 


আবু রায়হান বলেন, নতুন নতুন লেখক তৈরীতে বর্ণ সাহিত্য পত্র বিশেষ ভুমিক াপালন করছে। শিশুদের মাঝে সাহিত্য চর্চা বিকশিত করার জন্য বিনামূল্যে ছড়ার বই বিতরণ কার্যক্রম চলমান থাকবে। 


এছাড়াও উক্ত অনুষ্ঠানে অন্যন্যের মাঝে আরো উপস্থিত ছিলেন, সাপ্তাহিক মুক্ত আওয়াজ পত্রিকার সম্পাদক এনামুল হক প্রিন্স, দৈনিক মিরর বাংলাদেশের নির্বাহী সম্পাদক মোঃ ইউসুফ আল আজিজ, দৈনিক ডান্ডি বার্তার বিভাগীয় সম্পাদক জাহাঙ্গীর ডালিম, দৈনিক যুগান্তর স্বজন সমাবেশের নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা প্রেসক্লাবের সদস্য ও সমাজ সেবক মামুন হোসেন, আশরাফুল ইসলাম রাজু, আসাদুজ্জামান আসাদ প্রমুখ।


ঈদ সংখ্যা বর্ণের চার কালারের প্রচ্ছদটি পরিকল্পনা করেছেন কোলকাতার হিমাশু ব্রত। বর্ণের এবারের ঈদ সংখ্যাটি জীবন শিল্পী সত্যজিৎ রায়কে নিয়ে প্রকাশিত হয়েছে। সমন্বয়কারী ছিলেন মুহাম্মাদ মিজান, পত্রিকাটির নির্বাহী সম্পাদক সোনিয়া আফরোজ। 


এবারের ঈদ সংখ্যাটিতে অন্যান্যোর মাঝে আরও যাদের লেখা প্রকাশিত হয়েছে, তারা হলেন, সৈয়দ শামসুল হক, লুৎফর রহমান রিটন, মির্জা মোতালিব, মুমিতুল মিম্মা, এনামুল হক প্রিন্স, মোহাম্মদ ওয়ালী উল্লাহ, বিল্লাল হোসেন রবিন, শফিক হাসান, রবীন আহসান, শরী ফউদ্দিন সবুজ, নাফিজ আশরাফ, নীরা, সেলিম মিয়া, শাহনাজ তালুকদার রেখা, জুবায়ের রিংকু, রাকিবুল রকি, মোহাম্মদ হোসেন, মৌ পোদ্দার, অনু ইসলাম, মিজান মিলকী, গৌতম দত্ত, আবুল কালাম আজাদ, আমিরুল মিল্লাত, মাসুদ রানা, ওসমান গণি, এইচ এস সরোয়ারদী, ইসরাত রুবাইয়া, পুলক হাসান, জাহাঙ্গীর ডালিম, শুভ্রত রায়, মোঃ বশির উদ্দিন, মোহাম্মদ আলী, কাব্য টুটুল, মুজিবুল হক বাদল, মোঃ নূর ইসলাম বাদল, ফরিদ আহমেদ হৃদয়, এস এ শামীম, আহমেদ বাবুল, জাফর আহমেদ প্রধান, আব্দুর রহিম, লাবন্য সাহিদা, সমীরণ দাশ, মাহফুজা অনন্যা, বঙ্গ রাখাল প্রমুখ।
 

সম্পর্কিত বিষয়: