
বাংলাদেশ ফটোজার্নালিস্টস এসোসিয়েশন (বিপিজেএ) কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা কমিটির সাবেক সভাপতি ফটোসাংবাদিক মতিউর রহমান সেন্টুর একমাত্র সন্তান সিয়াম রহমান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ফটোজার্নালিস্টস এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি এনামুল হক সিদ্দিকী ও সাধারণ সম্পাদক কে এইচ মিলন।
বৃহস্পতিবার সকালে শহরের ২নং বাবুরাইল এলাকায় ফটোসাংবাদিক মতিউর রহমান সেন্টুর নিজ বাস ভবনেতার ছেলে নারায়ণগঞ্জ হাই স্কুলের ১০ম শ্রেনীর ছাত্র সিয়াম মৃত্যুবরন করে।
এক শোক বার্তায় জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, সিনিয়র ফটো সাংবাদিক মতিউর সেন্টু ভাই এর একমাত্র সন্তান সিয়ারমের ছাত্র জীবনের এই অকাল মৃত্যু মেনে নেয়ার মত না। সিয়ামের মৃত্যুতে সকল সাংবাদিক পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সিয়ামের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোক সম্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।