নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১০ ডিসেম্বর ২০২৪

সাংবাদিক কাজী মোদাচ্ছের হোসেন সুলতান এর ৯ম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৫:৩৫, ২১ ফেব্রুয়ারি ২০২৪

সাংবাদিক কাজী মোদাচ্ছের হোসেন সুলতান এর ৯ম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার

দৈনিক ইত্তেফাকের সাবেক আড়াইহাজারের  সংবাদদাতা আলহাজ্ব কাজী মোদাচ্ছের হোসেন সুলতান এর ৯ম  মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার । দিবসটি উপলক্ষে প্রেসক্লাব ও তার পরিবার মিলাদ ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে। 

কর্মসূচীর মধ্যে মৃত্যু বার্ষিকীর দিন প্রেসক্লাবে  আলোচনা সভা, বিকালে উপজেলার শাজলীয়া জামে মসজিদে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কাঙ্গালি ভোজ ও পরদিন শুক্রবার রহমানিয়া জামে মসজিদের দোয়া ও কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়েছে। 

আড়াইহাজারের প্রবীণ ও প্রথিতযশা এই সাংবাদিক দীর্ঘ ৪০ বছর দৈনিক ইত্তেফাকে সুনামের সহিত কাজ করেছেন। এছাড়াও তিনি এলাকার বিভিন্ন মসজিদ মাদ্রাসায় সহযোগিতাসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকান্ডে অবদান রেখে গেছেন।

তিনি দৈনিক ইত্তেফাকের আড়াইহাজার সংবাদদাতা মাসুম বিল্লাহর বাবা। মাসুম বিল্লাহ তার বাবার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন। কাজী মোদাচ্ছের হোসেন সুলতান ২০১৬ সালের ২২ ফেব্রুয়ারি বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।