নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

২১ জানুয়ারি ২০২৫

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সদস্য সুমন মাহবুবের  মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

প্রেস বিজ্ঞপ্তি:

প্রকাশিত:১৮:৩৫, ১০ নভেম্বর ২০২৪

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সদস্য সুমন মাহবুবের  মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের স্থায়ী সদস্য, দৈনিক দিনকাল পত্রিকার সাব-এডিটর কবি ও সাহিত্যিক সুমন মাহবুব (৭২) আর নেই। 


শনিবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১২টায় নারায়গঞ্জের উত্তর চাষাড়া (চানমারী) এলাকায় নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। তার মৃত্যুতে রোববার (১০ নভেম্বর) দুপুরে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


বিএনপির সহ দপ্তর সম্পাদক এডভোকেট তাইফুর ইসলাম টিপু সাক্ষরিত এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, "সাংবাদিক কবি সুমন মাহবুব এর মৃত্যুতে তার পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যাথী। সৎ ও নিষ্ঠাবান সাংবাদিক হিসেবে দায়িত্ব পালনে তিনি ছিলেন আপোষহীন। পতিত ফ্যাসিষ্ট আওয়ামী সরকার কর্তৃক গণতন্ত্র হরণ ও গণমাধ্যম নিয়ন্ত্রণের গণবিরোধী আচরণের বিরুদ্ধে তিনি সবসময়ই ছিলেন সোচ্চার। সাংবাদিকতার পেশাগত দায়িত্ব পালনে বরাবরই তিনি ছিলেন নির্ভীক ও দ্বিধাহীন। অবৈধ আওয়ামী সরকারের রক্তচক্ষু'র কাছে তিনি কখনোই মাথানত করেননি। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।"

সম্পর্কিত বিষয়: