নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৯ অক্টোবর ২০২৪

অগ্রগতি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৩:০৬, ২০ সেপ্টেম্বর ২০২৪

অগ্রগতি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ

নারায়ণগঞ্জ সদর উপজেলার উত্তর নরসিংপুরের সামাজিক সংগঠন অগ্রগতি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) উত্তর নরসিংপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ রাস্তার পাশে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন সংগঠনটি। সংগঠনটির এবারের বৃক্ষরোপণ কর্মসূচীর প্রতিপাদ্য ছিল 'অগ্রগতির সবুজ অঙ্গীকার-বৃক্ষরোপণ কর্মসূচি'। 

সংগঠনটির সভাপতি নিয়াজ মাহমুদ রাফি জানান, আমাদের সকল সদস্যদের সক্রিয় অংশগ্রহণে পরিবেশের প্রতি আমাদের দায়িত্ব পালনের এক অনন্য উদাহরণ স্থাপিত হয়েছে। আমরা বিশ্বাস করি, এই ধরনের কার্যক্রম আমাদের প্রকৃতিকে রক্ষা করা এবং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর, সবুজ, ও স্বাস্থ্যকর পৃথিবী গড়ে উঠতে সাহায্য করবে। আসুন আমরা সবাই মিলে সবুজ পৃথিবী গড়ার জন্য একসাথে মিলে বৃক্ষরোপণ করি। আগামীতে আমরা আরো বৃহৎ পরিসরে নারায়ণগঞ্জ শহরে বৃক্ষরোপণ কর্মসূচী গ্রহণ করবো। 

বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক জোবায়দুল ইসলাম, সহ-সভাপতি আবির হোসেন, কোষাধ্যক্ষ মেহেদী হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক হিসাবে আওলাদ আইমান, স্থায়ী সদস্য জুলফিকার, বিজয়, আব্দুর রাজ্জাকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
 

সম্পর্কিত বিষয়: