নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০১ জানুয়ারি ২০২৬

বন্দরে বিএনপি নেতা শিশিরকে রিমান্ড শেষে আদালতে প্রেরণ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:২৯, ৪ ডিসেম্বর ২০২৩

বন্দরে বিএনপি নেতা শিশিরকে রিমান্ড শেষে আদালতে প্রেরণ

বিএনপি ডাকা হরতাল সমর্থনে বন্দরে গাড়ি ভাংচুর ও ককটেল বিস্ফোরণ  মামলার এজাহার ভুক্ত আসামী বন্দর উপজেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন শিশির (৪৮)কে ১ দিনের রিমান্ড এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

পরে  সোমবার (৪ ডিসেম্বর)  দুপুরে উল্লেখিত ওই নেতাকে রিমান্ড শেষে পুনরায় আদালতে  প্রেরণ করা হয়েছে।

গত রোববার (৩ ডিসেম্বর) দুপুরে আদালত থেকে রিমান্ডে আনে পুলিশ। এর আগ ১৯ নভেম্বর রাতে বন্দর উপজেলার বালিয়াগাও এলাকায় অভিযান চালিয়ে ওই বিএনপি নেতাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় মদনগঞ্জ ফাঁড়ি পুলিশ।


রিমান্ডপ্রাপ্ত  বিএনপি নেতা মহিউদ্দিন শিশির বন্দর উপজেলার সাবদী আইসতলা এলাকার মৃত হাজী আমিনুদ্দিন মিয়ার ছেলে।

উল্লেখ্য গত ২৯ অক্টবর বন্দর উপজেলার বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরন ও সাধারণ সম্পাদক বরিশাইল্লা লিটনসহ বিএনপি নেতাকর্মীরা মদনগঞ্জ-মদনপুর সড়কে ফুলহর সরকার প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিভিন্ন যানবাহন ভাঙচুরসহ ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে।

সম্পর্কিত বিষয়: