হাজারো মানুষকে অশ্রুসিক্ত করে শ্রদ্ধা ও ভালবাসায় চির নিদ্রায় শায়িত হলেন জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির দর কষাকষি বিষয়ক সম্পাদক ও বন্দর উপজেলা আওয়ামীগের সংগ্রামী সাধারন সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধান।
সোমবার (১৫ এপ্রিল) রাত ৯টায় বন্দর উপজেলার ফরাজিকান্দাস্থ বীরমুক্তিযোদ্ধা একেএম নাসিম ওসমান সেতু টোল প্লাজায় জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে ফরাজিকান্দা কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের নামাজের জানাযা অংশ গ্রহন করেন নারায়নগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এ,কে,এম, সেলিম ওসমান, বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশীদ, বন্দর থানা আওয়ামীলী আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মোবারক হোসেন, বন্দর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু,বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এম, এ, মুহাইমিন আল জিহান, বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুল, জেলা পরিষদের সদস্য মাছুম আহাম্মেদ, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন প্রধান, মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম,এ সালাম, বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহাম্মেদ, ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কামাল হোসেন, মহানগর আওয়ামীলীগ নেতা হুমায়ন কবির মৃধা, বন্দর উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি হাজী মাঈনউদ্দিন আহাম্মেদ, আব্দুল্লাহ বাবু, বন্দর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সাহাদাত হোসেন, বন্দর থানা শ্রমিকলীগের সভাপতি মোজ্জাম্মেল হক, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমিরুজ্জামান, সাধারন সম্পাদক ইব্রাহিম কাশেম, বন্দর উপজেলা আওয়ামীলীগ নেতা আলহাজ্ব মঞ্জুর হাসান মঞ্জু, ইসতিয়াক মেম্বার, কাজী আনিছ, নাজমুল হক শাহীন, বন্দর উপজেলা জাতীয় পার্টি সভাপতি মো: বাচ্চু মিয়া, জাপা নেতা আব্দুস সালাম, সমাজ সেবক আলহাজ্ব চাঁন মিয়া, নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর আলহাজ্ব হান্নান সরকার, কলাগাছিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি রুহুল আমিন, সাধারন সম্পাদক মোক্তার উদ্দিন মুক্তু, কলাগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহীন তাহেরী সিনহা, সাধারন সম্পাদক সোয়েব মোহাম্মদ লিটনসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
উল্লেখ্য, বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধান ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে গত ৮ এপ্রিল ভারতে দিল্লি এ্যাপলো হাসপাতালে ভর্তি ছিলেন।
ব্রেন টিউমার অপারেশন শেষে রোববার (১৪ এপ্রিল) দুপুরে থেরাপি নেওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন তিনি।