বন্দরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডে ৩ লাখ টাকা ক্ষতিসাধন হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সাড়ে ৫টায় বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের ইস্পাহানী বাজার মসজিদ সংলগ্ন জহিরুল ইসলামের গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোন আহত বা প্রানহানী কোন খবর পাওয়া যায়নি।
অগ্নিকান্ডের ঘটনার খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে এলাকাবাসী সহযোগিতায় প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। অগ্নিকান্ডের ঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বন্দর ফায়ার সার্ভিস জানিয়েছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। এলাকাবাসী মাধ্যমে অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই।
অগ্নিকান্ডে গোডাউনের মালামাল পুড়ে গিয়ে ৩ লাখ টাকা ক্ষতিসাধন হয়েছে। সে সাথে ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হই।


































