নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৬ জুলাই ২০২৫

বন্দরে ৩ বান্ধবী নিখোঁজ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৪:৩০, ৪ ডিসেম্বর ২০২১

বন্দরে ৩ বান্ধবী নিখোঁজ

বন্দরে সানজিদা (১৪), নুর জাহান তন্নী (১৩) ও পাখি (১৩) নামের তিন বান্ধবী একই সাথে নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার সকালে তারা একই সাথে মিলিত হওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিরুদ্দেশ হয়ে যায়।

 


এব্যাপারে নিখোঁজদের পরিবারের পক্ষ থেকে বন্দর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। নিখোঁজ েসানজিদা (১৪) ছালেনগর রজ্জব মিয়ার ভাড়াটিয়া আমিনুলের মেয়ে।

 

তিনি পেশায় একজন গার্মেন্টস শ্রমিক। নুর জাহান তন্নী রাজবাড়ি এলাকার আবু মুছার মেয়ে ও পাখি স্কুলঘাট এলাকার মিন্টু মিয়ার মেয়ে। তারা উভয়ই স্কুল ছাত্রী।


পারিবারিক সুত্রে জানায়, নিখোঁজেরা বৃহস্পতিবার সকালে পরস্পর দেখা করবে বলে ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেনি।
 

সম্পর্কিত বিষয়: