 
				
					নারায়ণগঞ্জের ফতুল্লার দেওভোগ এলাকায় কৃষ্ণা (৩২)) নামের এক ছিনতাইকারীর গণপিটুনীতে মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে শনিবার (২৫ নভেম্বর) রাত ৯টার দিকে ফতুল্লার দেওভোগ মাদ্রাসা সংলগ্ন পূর্ব নগর গলিতে।
নিহত কৃষ্ণা ফতুল্লা মডেল থানার মাসদাইর গুদারাঘাট এলাকার গ্রি চন্দ্র সেনের পুত্র।
প্রতক্ষদর্শীরা জানায়, নিহত কৃষ্ণাসহ অপর দুই ছিনকারী এক পথচারীর নিকট থেকে ছিনতাই করার সময় ডাক-চিৎকার করলে স্থানীয় পথাচারী ও এলাকাবাসী এগিয়ে এলে তারা পালিয়ে যাওয়ার চেস্টা করে। এ সময় এলাকাবাসী ও পথচারীরা ধাওয়া করে ছিনতাকারী কৃষ্ণাকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে অপর দুই ছিনতাইকারী পালিয়ে যেতে সক্ষম হয়।
 
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ নূরে আজম মিয়া জানান, নিহত কৃষ্ণা একজন পেশাদার ছিনতাইকারী। শনিবার রাতে সে সহ অপর দুই ছিনতাইকারী ছিনতাইকালে স্থানীয়রা এগিয়ে এসে ধাওয়া করে কৃষ্ণা কে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। অপর দুই ছিনতাইকারী পালিয়ে যায়। নিহত কৃষ্ণার নামে ফতুল্লা মডেল থানয় প্রায় আটটি মামলা রয়েছে।
এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

 
				

































 
									 
									 
									 
									 
									 
									 
									