আড়াইহাজার উপজেলায় অনুমতি ছাড়াই কৃষিজমি কেটে মাটি উত্তোলনের দায়ে আল আমিন (২৮) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আড়াইহাজার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন।
কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন জানান, সোমবার বিকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দী বালিয়াপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অনুমতি ছাড়া কৃষিজমি কেটে মাটি উত্তোলনের অভিযোগে আল আমিনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
তিনি আরও বলেন, অনুমতি ব্যতিরেকে কৃষিজমি কেটে মাটি উত্তোলন আইনত দণ্ডনীয় অপরাধ। এতে উর্বর কৃষিজমি নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্যও ক্ষতিগ্রস্ত হয়।
এ সময় উপস্থিত স্থানীয়দের কৃষিজমি বিনষ্টের বিষয়ে সতর্ক করা হয়। পাশাপাশি ব্যক্তিগত বা অন্য কোনো প্রয়োজনে মাটি উত্তোলনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে যথাযথ অনুমতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়।


































